SEO শব্দের অর্থ Search Engine Optimization. SEO বা Search Engine Optimization বলতে বোঝায় যে পদ্ধতির মাধ্যমে একটি ওয়েবসাইট এবং কি-ওয়ার্ড কে র্যাংক করানো হয়। সেইটাকে Search Engine Optimization বা SEO বলে।
সহজভাবে বললে, Search Engine-এ যে পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ – এর প্রথম পৃষ্ঠায় আসবেন তাকে এসইও বলে। ওয়েবসাইটকে সার্চ – এর প্রথম পৃষ্ঠায় আনার জিন্য যে প্রযুক্তি কৌশল ব্যবহার করা হয়ে থাকে সেই প্রযুক্তি কৌশল কেই আমরা SEO বা Search Engine #Optimization বলে থাকি। অর্থাৎ সার্চ এঞ্জিন-এ অন্তর্ভুক্ত করে সারা বিশ্বের Internet বাবহারকারিদের সম্মুখে আপনার ওয়েবসাইটকে পরিচিত করার পক্রিয়াকেই SEO বলে।
সার্চ ইঞ্জিন কী :
Search Engine Optimization) বা সংক্ষেপে এসইও (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা বা সর্বোচ্চকরন করা যাতে এটি অনুসন্ধান করলে ফলাফলে প্রায়শই দেখা যায়। বিখ্যাত কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম হলোঃ গুগল (google), ইয়াহু (yahoo),বিং( bing) ইত্যাদি ।
এই সব সাইটে আপনি একটি শব্দ সার্চ বক্সে লিখে সার্চ বাটনে ক্লিক করলে , কয়েক সেকেন্ড এর মধ্য অনেক ওয়েবসাইটের লিংক চলে আসে, যেসব লিংকে গেলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় ।
SEO প্রকারভেদ
- অন পেজ (ON Page) SEO এবং
- অফ পেজ (OFF Page) SEO
অন পেজ SEO
অন পেজ এসইও কে আবার দুই ভাগে ভাগ করা যায়:
- পেজ অপটিমাইজেশন (Page Optimization)
- টেকনিক্যাল এসইও (Technical SEO)
অন পেজ এসইও এর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো হলোঃ-
HTML Tag H1, H2 and H3
Keyword Research
Domain, Domain Name, Domain Address/URL
Website Analysis
Title, Keyword, Description
NO-follow, DO-follow
অফ পেজ SEO
ওয়েবসাইটের প্রচার এবং জনপ্রিয়তা বৃদ্ধির জন্য URL Share, Link Building এবং যে প্রচারনা করা হয় তাকে অফ পেজ এসইওবলে।
অফ পেজ এসইও–এর জন্য যে কাজগুলো করতে হয় :-
- Forum Posting
- Link Building
- Social Bookmarking
- Review Submission
- PDF Submission
- Video Submission
- Image Submission
- Directory Submission
- Guest Post
- Web 2.0
- Article Submission
- Email Marketing